Sylhet View 24 PRINT

২০০ পরিবারকে ইফতার করালেন মিমি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-০৩ ১৫:২৩:০৪

সিলেটভিউ ডেস্ক :: কোভিড-১৯ মহামারীর সংক্রমণে বিশ্বটাই যেন মৃত্যুপুরী। সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশে দেশে চলছে লকডাউন। প্রতিবেশী দেশ ভারতেও তৃতীয়বারের মতো চলছে লকডাউন।

এমতাবস্থায় ভারতে বহুলোক কর্মহীন হয়ে পড়েছেন। রমজান মাসে বহু মুসলমানকে অতিকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ওই সব মুসলমানের পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের এই সংসদ সদস্য ২০০ পরিবারকে ইফতার করালেন।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, গত বছর স্থানীয় রাজপুর-সোনারপুর এলাকার যেসব মানুষের সঙ্গে মিলে ইফতার করেছিলেন, এবার তাদের সঙ্গে সরাসরি ইফতার করতে পারলেন না সংসদ সদস্য মিমি। তাই লাইভ স্ট্রিমিংয়ে তাদের কাছে পৌঁছে গেলেন মিমি। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি ইফতারের জন্য বিভিন্ন সামগ্রীও পাঠান। প্রয়োজনে পাশে থাকার বার্তাও দেন।

করোনা নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিমি। কঠিন এই পরিস্থিতিতে মানুষের পাশেও দাঁড়াতে দেখা যাচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পোস্ট করে মানুষকে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছেন।

সিলেটভিউ২৪ডটকম/৩ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.