আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মৃত্যুটা যেন শান্তির হয়, জানাজায় হাজার লোক থাকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-০৬ ১৬:১০:২৯

সিলেটভিউ ডেস্ক :: সময়টা বড্ড খারাপ। করোনার দাপটে বিশ্ব এখন অনেকটাই স্থবির। আর এই পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদে রাখতে ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই। সিনেমার মানুষগুলোও সেটাই ভাবছেন। ব্যতিক্রম নন মাহিয়া মাহিও।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে করোনা নিয়ে ভক্তদের কিছু পরামর্শ দিয়েছেন তিনি, ‘যাদের মৃত্যু ভয় আছে, যারা মনে করে আমি করোনায় আক্রান্ত হলে মরে যাব, আমার পরিবার আমার দ্বারা আক্রান্ত হবে। তারা বাহিরে বের হবে না। আমি চাই মৃত্যুটা যাতে শান্তির হয়। জানাজায় যেন হাজার লোক হয়।’

আর দশজনের মতো মাহিও চান মৃত্যুটা স্বাভাবিক হোক, ‘এমন মৃত্যু সুখকর না, যেখানে কিছু লোক গিয়ে ফেলে দিয়ে আসবে, জানাজা হবে না, আত্নীয়-স্বজন জড়িয়ে ধরে কাঁদতে পারবে না। এমন মৃত্যু যেন না হয়।’ সারাবিশ্বের বিজ্ঞানীরা রাতদিন পরিশ্রম করছে করোনার ভ্যাকসিনের জন্য। এখনো সেভাবে সাফল্য পায়নি কেউ। তবে মাহি মনে করছেন ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে, ‘আল্লাহকে ডাকতে থাকুন। ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে কী হবে। কোনো মহামারী বেশি দিন টিকে না। এসে চলে যায়। আল্লাহ আমাদের বাঁচাতে পারেন।’

সিলেটভিউ২৪ডটকম/৬ মে ২০২০/ডেস্ক/মিআচৌ


শেয়ার করুন

আপনার মতামত দিন