আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এন্ড্রু কিশোরের জনপ্রিয় ১০ গান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ১২:৫২:০২

সিলেটভিউ ডেস্ক :: কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেছেন। দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন তিনি।

১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় দেশের জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোরের। বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ১৫ হাজার গান গাওয়া শিল্পী তিনি।
এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে:

১. ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’
২. ‘জীবনের গল্প আছে বাকি অল্প’
৩. ‘হায়রে মানুষ রঙিন ফানুস’
৪. ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’
৫. ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’
৬. ‘আমার বুকের মধ্যে খানে’
৭. ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’
৮. ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’
৯. ‘সবাই তো ভালোবাসা চায়’
১০. ‘পড়ে না চোখের পলক’

এ্যান্ড্রূ কিশোরের জন্ম ৪ নভেম্বর, ১৯৫৫ সালে রাজশাহীতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে। একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন।

সিলেটভিউ২৪ডটকম/৭ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন