Sylhet View 24 PRINT

বলিউডে হঠাৎ করোনার আঘাত, একসঙ্গে কেন এত তারকা আক্রান্ত?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১২ ১৬:৫৭:১৬

সিলেটভিউ ডেস্ক :: অমিতাভ বচ্চনের পরিবারে করোনা হানা দিয়েছে, এই খবর শনিবার (১১ জুলাই) রাতের। এরপর থেকেই শোনা যাচ্ছে বলিউডের অনেক তারকা ও তারকাদের আত্মীয়রা করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে টেস্ট করিয়েছেন, রিপোর্ট আসার অপেক্ষায়।

এসময় জানা গেল রণবীর কাপুর, নীতু কাপুরদের করোনা পজিটিভ। খবরটিপ দ্রুতই ছড়িয়ে পড়ে টুইটারে।
তবে এই জল্পনায় জল ঢেলে দিলেন ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমা কাপুর। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, এই খবর মিথ্যা। তার মা ও ভাই সুস্থই রয়েছেন।

ভাইরাল টুইটের স্ক্রিনশট ইনস্টায় শেয়ার করে ঋদ্ধিমা কাপুর লেখেন, ‘দৃষ্টি আকর্ষণের চেষ্টা? দয়া করে খবর যাচাই করুন! বলে রাখি আমরা একদম সুস্থ আছি, ফিট আছি। দয়া করে ভুয়া খবর ছড়াবেন না।’

ঋদ্ধিমার এই পোস্টে সমর্থনে এগিয়ে আসেন কাপুর পরিবারের শুভাকাঙ্খীরা। অনেকে তো বলেন এই ভুয়া খবর যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া দরকার। স্বস্তির নিঃশ্বাস ফেলেন রণবীর ভক্তরাও।

রণবীর ও নীতুর করোনা আক্রান্ত হওয়া সংক্রান্ত ভুয়া টুইটে দাবি করা হয়েছিল দিন কয়েক আগেই নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। তার থেকেই নাকি সংক্রমিত হয়েছেন নীতু কাপুর ও রণবীর কাপুর।

করোনা আক্রান্ত হয়ে ১১ জুলাই রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। রোববার সকালে জানা যায় বচ্চন পরিবারের পাশাপাশি করোনার কবলে পড়েছে অভিনেতা অনুপম খেরের পরিবারও। অভিনেতা করোনা নেগেটিভ হলেও তার মা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ভর্তি নানাবতী হাসপাতালে। রিপোর্ট পজিটিভ এসেছে অনুপম খেরের ভাই রাজু ও তার পরিবারেরও। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা সকলেই।

এদিকে বিজেপি সাংসদ ও বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনী করোনা আক্রান্ত বলেও খবর ছড়িয়েছে। তার পরিবারেও অনেকে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় কিছু গণমাধ্যম বলছে খবরটি স্রেফ গুজব।

অন্যদিকে করোনা উপসর্গ দেখা দেওয়ায় সোয়ব পরীক্ষা করিয়েছেন অভিনেত্রী রেখা ও তার সঙ্গে বসবাস করা লোকরা। তার রিপোর্ট এখনো হাতে আসেনি।

রেখা করোনা টেস্ট করিয়েছেন শুনে তার প্রতিবেশি জাভেদ আখতার ও শাবানা আজমিও করোনা টেস্ট করিয়েছেন বলে খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। একের পর এক তারকা ও তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হওয়ায় বলিউডে করোনা নিয়ে আতঙ্ক ভয়াবহ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

হঠাৎ কী হলো যে একসঙ্গে বলিউডে এত তারকার পরিবারে করোনার আঘাত এলো? এই প্রশ্ন ঘুরছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর জন্য অনেকেই তারকাদের অসচেতনতাকেই দায়ী করছেন। অভিযোগ করা হচ্ছে ভারতে করোনার আক্রমণ দিন দিন ভয়াবহ হয়ে উঠলেও বলিউডের অধিকাংশ তারকারাই বিষয়টিকে গুরুত্ব দেননি। তারা পার্টি, আড্ডায় মেতে আছেন। যার প্রমাণ দিন কয়েক আগেও নীতু কাপুরের জন্মদিন উপলক্ষে কাপুরবাড়িতে বেশ জমকালো পার্টির আয়োজন।

তাছাড়া অনেক তারকা ও তাদের পরিবারের সদস্যরা যথেষ্ট সচেতন না হয়েই বাইরে যাচ্ছেন। মনিং ওয়ার্ক করছেন, বাজার করছেন। কেউ আবার শুটিংও শুরু করেছেন। এসব কারণেই হঠাৎ করে একসঙ্গে বলিউডে একের পর এক তারকার নাম শোনা যাচ্ছে করোনার শিকার হিসেবে।

এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলিউডে করোনার জন্য তারকাদেরকেই দায়ী করেছেন। তিনি রোববার এক বক্তব্যে সংবাদমাধ্যমে অমিতাভ বচ্চনের অসুস্থতার জন্য গোটা বিনোদন জগৎকে দায়ী করেন। তিনি বলেন, ‘অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথমদিকে অনেক সেলিব্রিটিই করোনা নিয়ে এসেছেন। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে।’ তবে দিলীপ ঘোষের এই মন্তব্য অনেকেই ভালভাবে নেননি।



সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.