আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

দেহ ব্যবসার অভিযোগে ডিজে গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৫-২০ ০০:১৪:১৩

লোক ঠকিয়ে ব্ল্যাকমেইল ও দেহ ব্যবসা করার অভিযোগে ডিজে শিখা তিওয়ারিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গত বছরের ডিসেম্বর থেকেই শিখা তিওয়ারি নামে ২১ বছরের ওই তরুণীকে চোখে চোখে রাখছিলেন ভারতের রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর কর্মকর্তারা।

ভারতীয় এ তরুণী পেশায় ডিস্ক জকি (ডিজে)। তবে সেটাই শিখার আসল পরিচয় নয়। বরং পুলিশের দাবি, শিখা আসলে দেহ ব্যবসার সঙ্গে জড়িত। বিত্তশালীদের ফাঁসিয়ে ব্ল্যাকমেল করাই তার আসল ‘পেশা’। গত বছরে জয়পুরের এক চিকিৎসককে ঠকিয়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা নিয়ে চম্পট দেন তিনি। টাকা নিয়ে মুম্বাইয়ে ওঠেন। সেখানেই ডিজে হিসাবে কাজ শুরু করেন। সম্প্রতি ফেসবুকে তার লাইভ অনুষ্ঠানের সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়লেন শিখা।

রাজস্থানের এসওজি-র এক শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরে একটি মধুচক্রের হদিশ পান তারা। তাতেই উঠে আসে শিখার নাম। মূলত চিকিৎসক বা রিয়েল এস্টেট এজেন্টরাই ছিলেন তার শিকার। ডিসেম্বর থেকেই শিখাকে ধরতে অনুসন্ধান চালাতে থাকেন তারা। এরপরই ধরা পড়লেন তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন