আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মিয়া খলিফাকে গোপনে ‘বিরক্ত’ করে বিপাকে তারকা খেলোয়াড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১১ ০০:২৪:৫৩

নামি বাস্কেট বল তারকা তিনি। তিনিই আবার গোপনে ‘বিরক্ত’ করছিলেন পর্নস্টার মিয়া খলিফাকে।

তাকেই সবার সামনে আনলেন মিয়া। তার গোপন ম্যাসেজ ফাঁস করে দিয়ে। তাও আবার টুইটারে প্রকাশ্যে, সবার সামনে। 

অবশ্য ‘গোপন’ বার্তা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, অশ্লীল বার্তা মোটেই পাঠাননি উইলসন কোন্টেরাস। তিনি খেলেন চিকাগো কিউবস-এর হয়ে। তিনি প্রথমে ডিরেক্ট ম্যাসেজে খলিফাকে লেখেন, তিনি তার বড় ভক্ত।

এরপর কোনও প্রত্যুত্তর না পেয়ে লিখতে থাকেন, ‘‘দারুণ ব্যাপার হবে, যদি আপনি হ্যালো বলেন। ’, ‘‘আশা করছি তুমি ভালই আছ’’। তবে রিপ্লাই দেওয়ার বদলে কোয়েন্ত্রাসকে বিপাকে ফেলে তিনি সটান সেই ম্যাসেজের স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করে দেন। 

সেই সঙ্গে লিখে দেন, ‘কাবিস তোমাদের প্লেয়ার আমার লেফট ফিল্ডে ঘোরাফেরা করছে। আপনারা কী এসে ওনাকে নিয়ে যেতে পারেন?’’ যদিও পরে তারকা বাস্কেটবল তারকার এজেন্সি থেকে বলা হয়, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন