আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শতাধিক হলে চলছে ডিপজলের ‘দুলাভাই জিন্দাবাদ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-২১ ০১:৪৬:১১

হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। আরো দুই মাস তাঁকে সেখানেই থাকতে হবে। বিদেশে যখন তিনি চিকিৎসা নিচ্ছেন তখন দেশের ১২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিতে আরো আছেন মৌসুমী, বাপ্পি ও মিম।

পরিচালক আকবর বলেন, ‘আমরা ছবিটি দেশের ১২৮টি সিনেমা হলে মুক্তি দিয়েছি। আরো অনেক বেশি হল আমরা পেয়েছিলাম, কিন্তু যেসব সিনেমা হলে ছবি দেখার পরিবেশ আছে আমরা সেই হলগুলোতেই ছবিটি মুক্তি দিয়েছি। দর্শক ছবি দেখতে চায়, কিন্তু ভালো ছবি এবং ভালো সিনেমা হলের অভাব রয়েছে আমাদের। আমি পরিচালক হিসেবে ভালো ছবি উপহার দিতে পারব, কিন্তু নিজেদের সিনেমা হলগুলো ঠিক করে, ছবি দেখার পরিবেশ করে দেওয়ার জন্য হল মালিকদের অনুরোধ করছি।’

ডিপজলকে নিয়ে আকবর বলেন, “মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশের জনপ্রিয় একটি নাম। তিনি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়। দর্শক উনার ছবি দেখতে চান, সেটা বারবার প্রমাণিত হয়েছে, আশা করি এবারও তা হবে। কারণ দর্শক সুন্দর একটি গল্প, অভিনয় দেখতে চায়, আমাদের ছবিতে সুন্দরে একটা গল্প আছে, অভিনয় শিল্পীদের মধ্যে ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরই মধ্যে অভিনয় গুণের জন্য প্রশংসিত।’

দীর্ঘদিন পর তারকাবহুল ছবি দাবি করে আকবর বলেন, ‘আমাদের দেশে এক সময় তারকাবহুল ছবি মুক্তি পেত, যা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে না, অনেক তারকা নিয়ে ছবি বানাতে যে টাকা খরচ হয় তা করার মতো সাহস নেই অনেক প্রযোজকেরই। কিন্তু আমাদের এই ছবিটি তারকা বহুল একটি ছবি, যা দর্শক পছন্দ করবে।’

ডিপজল ভালো আছেন জানিয়ে আকবর বলেন, ‘ডিপজল সাহেব এখন ডাক্তারের পরামর্শে সময় কাটাচ্ছেন, আগামী দুই মাস তিনি সিংগাপুরে অবস্থান করবেন। সবাই তার জন্য দোয়া করবেন, আর ছবিটি দেখে উৎসাহ দেবেন।’  

রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

গত বছরের এপ্রিল মাসে ডিপজল অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পেয়েছিল।

শেয়ার করুন

আপনার মতামত দিন