আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সভ্যতার জলছাপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১০ ১২:৪১:৩১

শাকির আহমদ ::
কাঁটাতারে ঝড়ছে রক্তের ছোপছাপ,
উল্টোবাকে ঝুলছে সভ্যতার জলছাপ।
কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের বেড়াজালি,
বেচারী ফেলানী ভাবেনি এটা যম-জালি।
হায়েনাদের ছোঁড়া গুলি বিঁধলো তার ললাটখানি,
ধরনীর মায়া ছাড়ি নিঃশ্বাস গেলো চাঁদের বাড়ি।
পঞ্চ ঘণ্টা পড়ে রইলো নিথর তার দেহখানী,
দিবে কি দিবে না চলছে কথার ফুলছড়ি।
দুই দিন দুই রাত ফেলানী আছে ওপাশ,
দফায় দফায় বৈঠক মিললো তবে দেহখানি।
কুড়িগ্রামের নাগেশ্বরী, ক্ষোভে শোকে আহাজারি,
ফেলানী ও ফেলানী, চিৎকার করেন মা জননী।
কেটে গেলো সাত বৎসর, যাবে হয়তো শত বৎসর,
রক্তচোষাদের আদালতে বিচারের নামে হচ্ছে ভন্ডামী।
হাসছে খুনি অমিয় ঘোষ উচ্ছ্বাসে দিশেহারা,
বদনখানি সর্বগ্রাসি এ যেনো ভুবনহারা।
‘বিচারের নামে চলছে তামাশা,’ বললেন মা জাহানারা।
বিশ্ব সভ্যতার দুয়ারে মায়ের করুণ আর্তনাদ,
‘ফেলানীর আত্মাকে শান্তি দিতে চাই দ্রুত সুষ্ঠু বিচার’।

সিলেটভিউ২৪ডটকম/১০ জানুয়ারি ২০১৮/এসএ/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন