Sylhet View 24 PRINT

দূর্গোৎসব শুধু নতুন কাপড় পরিধানের জন্য নয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৯ ১৬:১৯:৩১

লেখক

লিটন সরকার :: আজ অনেকের কাছে শারদীয় দূর্গাপূজা হয়ে দাঁড়িয়েছে হইহুল্লোড় করার জন্য, নতুন কাপড় চোপড় কেনার জন্য। পূজা আসলে এখন বাড়িতে বাড়িতে শুরু হয় নতুন কাপড় চোপড় কেনার অসুস্থ প্রতিযোগিতা।

সন্তানের গায়ে নতুন কাপড় জড়িয়ে দিতে বাবা মায়েরও চেষ্টার অন্ত নেই। যেন তাতেই  তাদের সব তৃপ্তি।

কিন্তু দূর্গাপূজার সত্যিকারের তাৎপর্য কি শুধু নতুন কাপড় পরিধান করা বা ঘুরে বেড়ানোর মধ্যেই সীমাবদ্ধ?

আমরা আজ-কালকার বাবা মায়েরা সন্তানদের বলতে ভুলে যাই দেবী দূর্গার মহিষাসুর বধের কাহিনী। কেন, কোন পরিস্থিতিতে ধরণীতে আবির্ভাব হয়েছিল দেবী দূর্গার। সন্তানদের কাছে এসব তুলে ধরতেই যেন আমাদের সব ক্লান্তি।

আমরা সন্তানদের বলতে ভুলে যাই যে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতেই ধরণীতে আবির্ভাব হয়েছিল দেবী দূর্গার।

নিজেরা ধারণ করতে ভুলে যাই পূজার সত্যিকারের তাৎপর্য। যদি আজ আমরা তাই ধারণ করতে পারতাম তাহলে হত না কোন খুন,ধর্ষণ, হত না সন্ত্রাস!

মায়ের দেয়া আশীর্বাদ হাতের বন্ধনে জড়িয়ে আমরা করতে চাইতাম বিশ্বজয়, হতে চাইতাম দেবী দূর্গার মত শক্তিতে বলীয়ান। অন্যায় অত্যাচার রুখে দিতাম বুক চিতিয়ে।

নতুন কাপড় কেনা, মন্ডপে গিয়ে সেলফি তোলা নতুন পূজা-পার্বণকে ঘিরে থাকবেই।কিন্তু তার পাশাপাশি পূজার সত্যিকারের তাৎপর্য ও আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।তাহলেই পূজা পাবে সত্যিকারের সার্থকতা।


লেখক: রূপালী ব্যাংক কর্মকর্তা

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.