আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

স্কুলগুলো একেকটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কিছুই নয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০২ ১১:৪১:২১

শামীম আরা নীপা : বাবুদের স্কুলে নাচ-গান অভিনয়ের ক্লাস হয়। বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চারা অংশগ্রহণ করে এসবে। আমার বাচ্চার নাচ-গান-ছবি আঁকা-অভিনয়ের প্রাতিষ্ঠানিক কোনো তালিম নেই। তারপরও স্কুলের দলীয় সংগীতে সে অনেকবারই অংশগ্রহণ করেছে, কিন্তু প্রতিবারই তার স্কুলের গানের টিচার তাকে বাদ দিয়ে দেবে কিংবা পরবর্তী সময়ে আর নেবে না- এমন সব কথা বলেছে।

কারণ বাচ্চা আলাদা করে এসবের তালিম নেয় না কোনো গুরুর কাছে! স্কুলে ছবি আঁকা, নাচ, গান, অভিনয়ের ক্লাসগুলো তবে কীসের জন্য? বাচ্চারা বাসা থেকে শিখে ঝুনঝুনা হয়ে যাবে আর স্কুলে নামমাত্র ক্লাস হবে এবং তালিম নেয়া বাচ্চারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর বাকিরা টাইটাই ফিশ! স্কুলগুলোতে এতো জোচ্চুরি-বাটপারি কেন আমি বুঝি না। বাচ্চাকে কী শেখায় আর কীভাবে শেখায়, জ্ঞান-বিদ্যা-শিল্প-সংস্কৃতির ফান্ডামেন্টাল কিছু আদৌ শেখায় কিনা জানি না, বুঝিও না। আমার খুব অস্থির লাগে, এ দেশে সবখানে শুধু টাকার খেলা, কিন্তু বিনিময়ে মানুষ ভালো কিছু পাচ্ছে না। স্কুলগুলো একেকটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া ভিন্ন কিছুই নয়।

(ফেসবুক থেকে নেওয়া)

শেয়ার করুন

আপনার মতামত দিন