Sylhet View 24 PRINT

বি দা য় পৌ র পি তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৪ ২০:২২:০৯



:: জগলু চৌধুরী ::
মায়ের ভাই না হলেও তাঁকে আমরা মামা বলেই সম্বোধন করতাম। তাঁর ভাগিনা তপন আমাদের বন্ধু। সে সূত্রেই তিনি আমাদের অনেকটা পরমাত্মীয়। বলছিলাম সিলেট পৌরসভার দুই বারের নির্বাচিত (১৯৮৩ ও ৮৮) স্বনামখ্যাত চেয়ারম্যান আ ফ ম কামালের কথা। গেলো রাত (১৩ জুলাই) সোয়া দশটার দিকে দীর্ঘ রোগভোগের পর সিলেট নগরীর একটি হাসপাতালে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী সাদা মনের এ মানুষটির জীবনাবসান ঘটে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শহরের চারাদিঘীরপার-এ তাঁর বাসার আঙ্গিনায় ছিল সাপ্তাহিক সিলেট কন্ঠ পত্রিকার অফিস। সম্পাদক আহমেদ নুর, মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজদের সাথে আমিও ছিলাম এ কাগজে সংশ্লিষ্ট।

তাছাড়া ‘রিদম’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল এ বাসাকে কেন্দ্র করেই। নাসির উদ্দিন খান, কাজী শাহজাহান, তপন, এডভোকেট মাহফুজ, রিপন চৌধুরী, রেদওয়ান, টিপু সহ আমাদের বন্ধু মহলের অনেকেই যুক্ত ছিলাম এ সংগঠনের সাথে। বলা চলে আ ফ ম কামালকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছিল একঝাঁক উদ্যমী তারুণ্যের প্রত্যয়ী বলয়। কামাল মামার মৃত্যুতে এ-সব স্মৃতিকথা আজ তাড়িয়ে বেড়াচ্ছে বারংবার! তাঁর প্রয়াণে একজন নিখাদ স্বচ্ছ মানুষের অভাববোধ নগরবাসীকে তাড়িত করবে দীর্ঘকাল!

আ ফ ম কামাল বেহেশত বাসী হোন, যুগ যুগ ধরে বেঁচে থাকুন মানুষের শ্রদ্ধায়- ভালবাসায়। বি দা য় পৌ র পি তা

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.