আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দেশবাসীর কাছে ডেঙ্গু মশার খোলা চিঠি...!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-৩০ ১১:১৭:২৮

লেখা: মাহবুবুর রশিদ

প্রিয় দেশবাসী,
পত্রের শুরুতে গুন গুন সুরে আমাদের পক্ষ থেকে ছালাম নিবেন। আশা করি, আমাদের মতো আপনাদের অবস্থাও বেশ ভালো না। ভালো থাকার কথা না। যেভাবে সারা দেশের সিটি করপোরেশনের মেয়ররা আমাদের মারতে কামান দাগছেন।

যাই হোক কাজের কথায় আসি,অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের কাছে চিঠি লিখতে বসছি।

আপনারা মানব সমাজ দেশে আইন করলেন বন্য প্রাণী আইন। যে আইনে পশু-পাখি মারা অপরাধ। আমারা তো পাখিদের জাত ভাই,রক্তে-মাংসে গড়া মশা। কারণ আমাদের ডানা আছে,পাখির মতো উড়তেও পারি,তাহলে কেন তোমরা আমাদের মেরে হাত লাল করে আইন লঙ্ঘন করছো।

হঠাৎ করে ডেঙ্গু নামে আপনারা কি বাওতাবাজি শুরু করলেন। ডেঙ্গু আসলে কিছুনা,স্রেফ মিডিয়ার সৃষ্টি একটা গুজব। প্লিজ গুজবে কান দেবেন না, না হলে গজব পড়বে। আমাদের প্রতি আপনারা একটু সদয় হোন । আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই,মানবের হাতের তলায় পিষ্ট হয়ে মরতে চাইনা।

একটা কথা বলি,আপনাদের বিশ্ব কবি মনে হয় আমাদের নিয়ে একটা কবিতা লিখেছেন “মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই”। আমরাতো মানবের মাঝে আইমিন আপনাগো মাঝে বাঁচতে চাই। তাহলে কেন আপনারা আমাদের ঠাস ঠাস করে মারেন। একটুও কি দয়া হয়না আপনাদের? আরে ভাই,আমরা আমরাইতো!



সিলেটভিউ ২৪ডটকম/৩০ জুলাই ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন