আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

-----------কলিজা সিনার লোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১১ ১০:০৮:৪৮


-----------কলিজা সিনার লোভ

ফরিদ উদ্দিন

দরজায় ঈদ এলে
চমকে যায় আমার পিলে
ক্ষুধামন্দা রুগী আমার
দিন যায় ফর্দ গিলে!
এটা চাই ওটা চাই
ঐটা লাগে খেয়াল নাই?
এমন চাপে শুকনো গলায়
ভীষণ রকম, বিষম খাই!
কোরবানি দিতে হবে
বড় একটা গরু চাই,
সমাজে মুখ বড় কথা
ধর্মাদেশের নাই বালাই!
মেয়ের বাড়ি দিতে হবে
বড় একটা ষাড়,
অভিশাপের আসন যেন
গরীবের ভাঙ্গা ঘাড়!
কিনতে হবে নতুন ফ্রিজ
সাইজ হওয়া চাই বড়
পকেট তো আর কুলায় না
পেনশনটাই ঝাড়ো!
ডাক্তারের নির্দেশ ছিল কড়া
তাও হলো না এনজিওগ্রাম করা!
নিজেই যেন কোরবানি হবো
কুসংস্কারের হাতে, ছুরি ধরা!
মরতে বসে স্বপ্ন দেখি
একদিন হবে সঠিক নিয়ম
কোরবানি হবে ধর্মমতে
নয় মুখ বাচানো কুনিয়ম!
কলিজা, রান, সিনা তোমার
ভীষণ রকম পছন্দ!
গরীব হক মেরে দিলে
মুমিন নয় তুমি পাষণ্ড।
মাংসের চাপে ফ্রিজ ভাঙ্গে
তাও গলে না তোমার মন
তোমার পাশেই ক্ষুধায় মরে
হকদার গরীব স্বজন।।
ফ্রীজ ভরা নয় গরীব পাবে
তার পাওনা অংশ
লোভে যেন না করে
তোমার ত্যাগ ধংষ।।


সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০১৯/মিআচ


শেয়ার করুন

আপনার মতামত দিন