Sylhet View 24 PRINT

মাত্র ১৫ হাজার টাকায় ঘুরে আসুন প্রাচ্যের স্কটল্যান্ড ও সুইজারল্যান্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৩:৫৪:৫৩

বাংলাদেশী ভ্রমণপিপাসুদের মধ্যে ভারত ভ্রমণ অত্যন্ত জনপ্রিয়। এর পেছনে উল্লেখযোগ্য কারণ হলো সহজ ভিসা ব্যবস্থা ও কম খরচে সড়কপথে ভারত ভ্রমণের সুযোগ। তাছাড়া এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ এ দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে অনেক দর্শনীয় স্থান, যা সারাবিশ্বের পর্যটকের মত বাংলাদেশীদেরও আকৃষ্ট করে।

ভারতের অন্যতম পর্যটক আকৃষ্ট রাজ্য হচ্ছে সিকিম। চীন, নেপাল ও ভুটান সীমান্তে উঁচু পাহাড়ঘেরা এই রাজ্যের বেশ কিছু এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত। এসব উঁচু পাহাড়গুলো বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। মনে হয় যেনো এক বরফের দেশ। এতোদিন এসব বরফ ও পর্বত দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে এলেও বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় এসব দর্শনীয় স্থানগুলো ছিল শুধু কল্পনা। অতি সম্প্রতি বাংলাদেশীদের জন্য খুলে দেয়া হয় প্রাচ্যের সুইজারল্যান্ডখ্যাত সিকিমের দুয়ার।

এবার মাত্র ১৫ হাজার টাকায় প্রাচ্যের স্কটল্যান্ডখ্যাত শিলং ও সুইজারল্যান্ডখ্যাত সিকিমের প্যাকেজ ট্যুর নিয়ে এলো ক্লাসিক ট্যুর এন্ড ট্রাভেলস। ভিসা প্রসেসিং ও ট্রাভেল ট্যাক্স সহ মাত্র ১৫ হাজার টাকার এ আকর্ষণীয় প্যাকেজে যা যা থাকবে-

# ভিসা প্রসেসিং
# ট্রাভেল ট্যাক্স
# থাকার ব্যবস্থা (স্ট্যান্ডার্ড মানের হোটেল)
# যাতায়াত (সিলেট-শিলং-সিকিম-শিলং-সিলেট)
# সাইট সিয়িং (শিলং, গ্যাংটক)
# দক্ষ ও অভিজ্ঞ আন্তর্জাতিক গাইড

শুধুমাত্র খাবারের ব্যবস্থা পর্যটকেরা আলাদা ভাবে অথবা সবাই একত্রে নিজেদের সুবিধামত করতে হবে।

১ম দিন: সকালে সিলেট শহর থেকে তামাবিল বর্ডারের উদ্দেশ্যে যাত্রা। তামাবিল-ডাউকি বর্ডার থেকে ইমিগ্রেশন করে শিলং এ পৌছে ঘুরাঘুরি ও একরাত কাটানো।

২য় দিন: সকালে বের হয়ে হাফ ডে শিলং সিটি ট্যুর। ৪ টায় বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা।

৩য় দিন: সকালে শিলিগুড়ি পৌছে জিপে করে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা।

৩য় দিন, ৪র্থ দিন, ৫ম দিন সিকিমের সাংগু লেকসহ গ্যাংটকের উল্লেখযোগ্য স্থান সমূহ ঘুরে দেখা ও সাইটসিয়িং। ২ রাত, ৩দিন কাটিয়ে ৫ম দিন শিলিগুড়ি হয়ে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা।

৬ষ্ঠ দিন: শিলং থেকে ডাউকি-তামাবিল বর্ডারে আসার পথে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং, লিভিং রুট ব্রিজ, ব্যালেন্স রক ঘুরে আসা।

বুকিং চলবে ১৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। জানুয়ারি ২০২০ এর প্রথম সপ্তাহে ট্যুর অনুষ্ঠিত হবে।

বুকিংয়ের জন্য যা যা লাগবে:
২"*২" সদ্য তোলা ছবি
NID/Birth certificate (পাসপোর্ট যা দিয়ে করানো)
পেশাগত কাগজ
বাসার বিদ্যুৎ বিলের কপি
ব্যাংক স্টেটমেন্ট
বুকিং মানি ১০০০ টাকা (অফেরতযোগ্য)। যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তাদের ২৫০০ টাকা (অফেরতযোগ্য)

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ-
রায়হান উদ্দিন
ক্লাসিক ট্রাভেল এন্ড ট্যুরস
২১২ ওরিয়েন্টাল শপিং সেন্টার (৩য় তলা), বন্দর বাজার, সিলেট।
মোবাইল: ০১৬১২ ৭৩৭২৭৯/ ০১৩১২৭৩৭২৭৯

সিলেটভিউ২৪ডটকম/৫ ডিসেম্বর ২০১৯/এসজেড

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.