আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যে বইয়ের পাতা উল্টাতে হয় ৬ জন মিলে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০৫ ১৪:১৫:৩৫

সিলেটভিউ ডেস্ক :: উত্তর হাঙ্গেরির ছোট্ট একটি গ্রাম সিনপেটরি। ছবির মতো সাজানো। সব মিলিয়ে হয়তো ৩০০ জনের মতো মানুষ বাস করেন সেখানে।

কিন্তু হাতে বানানো বিশ্বের সবচেয়ে বইটি এই গ্রামেই। ছয়জনে মিলে বইটির একটি পাতা উল্টাতে হয়।- খবর ইয়াহু নিউজের

ঐতিহ্যবাহী বই বাঁধাইয়ের কৌশল অবলম্বন করে বিশাল আকৃতির এই বইটি বানানো হয়েছে। ৭১ বছর বয়সী বৃদ্ধ বেলা ভার্গা বইটি তৈরি করেন।

তিনশ ৪৬ পাতার বইটির ওজন হবে ১৪২০ কেজি। এতে উদ্ভিত ও প্রাণিজগত, গুহা ও স্থানীয় স্থাপত্যকলা জায়গা পেয়েছে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি।

বেলা জানান, শুধু এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটনেট/০৫ ফেব্রুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন