আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

গুগলের বিরুদ্ধে মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১০ ০০:৪০:২০

গুগলের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক প্রকৌশলী।  জেমস দামুর নামের ওই ব্যক্তিকে গত বছরের আগস্টে বরখাস্ত করা হয়।  নারীদের অবমাননা করে তার লেখা ১০ পৃষ্ঠার একটি ডক্যুমেন্ট ফাঁস হওয়ায় ওই সিদ্ধান্ত নেয় গুগল।

দামুরকে বরখাস্তের বিষয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান, কর্মক্ষেত্রে গুগলের আচরণ বিধি লঙ্ঘণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেমস দামুর এবার অভিযোগ করেছেন, 'গুগল রক্ষণশীল শ্বেতাঙ্গদের বিষয়ে বৈষম্য করে।  তার সঙ্গে গুগল খারাপ আচরণ করেছে এবং তাকে কৌশলে শাস্তি দেয়া হয়েছে।  এরপর বরখাস্ত করা হয়েছে।  গুগল তাদের কর্মক্ষেত্রকে আরও বেশি বৈচিত্র্যময় করতে এবং পারিশ্রমিকের ব্যবধান কমিয়ে আনতে এমন সব সিদ্ধান্ত নিয়েছে যা অবৈধ। ' সূত্র : ডেইলি মেইল

শেয়ার করুন

আপনার মতামত দিন