আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

মহাকাশে ভুল পথে স্পোর্টস কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১০ ০০:৫৭:৫৯

রকেটের মাধ্যমে মঙ্গলগ্রহে রওনা দেয়া আরবের এলান মাস্কের গাড়ি নির্দিষ্ট রাস্তা থেকে ছিটকে ভুল পথে মহাকাশে পাড়ি জমিয়েছে বলে জানা গেছে। মাত্র একদিন আগেই এই গাড়িটি যাত্রা করেছে।

স্পেসএক্স নামে এক সংস্থা মঙ্গলগ্রহের উদ্দেশে একটি রকেট পাঠায়, যার সঙ্গে পাঠানো হয় এই স্পোর্টস কারটিও। ফ্যালকন হেভি নামে ওই রকেটের সঙ্গে যায় টেসলা কারটি। রকেটের থেকে বেরিয়ে এই গাড়িটিকে পৃথিবী এবং মঙ্গলগ্রহের মাঝে কক্ষপথে আসতে হতো। কিন্তু রকেট থেকে বেরোতে গিয়েই সমস্যায় পড়ে গাড়িটি এবং পরে অন্য রাস্তায় চলে যায়।

সংবাদ সূত্রে জানা যায়, স্পেস এক্সের পক্ষ থেকে লঞ্চ হওয়া ওই রকেটের ওজন প্রায় ৬৪ মেট্রিক টন এবং এটি দুটি স্পেস শটলের ওজনের প্রায় সমান। এতে রয়েছে ২৭ মর্লিন ইঞ্জিন এবং এর দৈর্ঘ্য প্রায় ৭০মিটার। এই রকেটটি প্রায় ২৩ তলা বাড়ির সমান। নাসার অ্যাটলাস ভি-এর পর এই রকেটটিকে সবচেয়ে শক্তিশালী রকেট বলে মনে করা হচ্ছে।

স্পেস এক্সের মালিক এলন মাস্ক জানিয়েছেন, ওই গাড়িটি এখন অন্য ছোট গ্রহের কাছাকাছি রয়েছে। সমগ্র বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় স্পেস এক্স সংস্থা।

শেয়ার করুন

আপনার মতামত দিন