আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৃত্যুর দিনক্ষণ বলে দেবে গুগল!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২০ ০০:৪৭:৫২

কোন ব্যক্তি কখন মরবে, একথা কেউ বলতে পারে না। বলা সম্ভবও না। কিন্তু এবার এ ধারণা ভুল প্রমাণ করতে যাচ্ছে Google। রোগী কবে-কখন মরবে, তা এবার বলে দেবে গুগল। এজন্য বিশেষ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) সিস্টেম তৈরি করেছে গুগল। আবহাওয়ার মতো মানুষের শরীক গতিকের পূর্বাভাস দেবে।

গুগলের দাবি তাদের (AI) সিস্টেম রোগশয্যায় থাকা ব্যক্তির সম্ভাব্য মৃত্যুর সময় বলে দিতে পারবে। হাসপাতালে কোন রোগীকে কতদিন ভর্তি থাকতে হবে, ফের হাসপাতলে ভর্তি করতে হবে কিনা। সেসবই বলে দেবে এই (AI) সিস্টেম।

Google-এর অ্যালগরিদম ক্যানসার রোগীর মৃত্যুর ঝুঁকি ১৯.৯ শতাংশ ক্ষেত্রে নির্ভুল বলতে সক্ষম হয়েছে। ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক হাসপাতালের কম্পিউটারের চেয়ে এই পরিসংখ্যান ভালো। ফলে, গুগলের এই দাবি নিয়ে অনেকেই আশাবাদী।

শেয়ার করুন

আপনার মতামত দিন