Sylhet View 24 PRINT

মোবাইল ফোনকে টিভির রিমোট বানানোর উপায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৪ ১৪:৫৮:১৩

সিলেটভিউ ডেস্ক :: স্মার্ট টেলিভিশনে  হাতের মোবাইল ফোনটিকেই রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্য স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে। স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে।

স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পরে নিচের ধাপ অনুস্মরণ করতে হবে;
১) ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে কিছুক্ষণের মধ্যে।

২) স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন। এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।

৩) বেশ কিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।

৪) শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরও অন্যান্য কাজেও।

৫) বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের হদিস।

৬) স্কিন ক্যপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।


সৌজন্যে :বিডি প্রতিদিন

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১৪‌ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.