Sylhet View 24 PRINT

২০ বছর পর ৭০% চার্জ অবস্থায় নোকিয়া ফোন উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২৮ ১২:৩৫:৪৭

সিলেটভিউ ডেস্ক:: লন্ডনের এলেসমেরি এলাকার বাসিন্দা কেভিন মুডি। তিনি পেশায় একজন ছাদকর্মী।  সম্প্রতি তিনি তার শেডের চাবি খুঁজতে গিয়ে ড্রয়ারে ২০ বছরের পুরানো একটি নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন খুঁজে পান। তবে আশ্চর্যের বিষয় মোবাইল ফোনটি তখনও চালু অবস্থায় ছিল।

মুডি জানান, ওই মোবাইলটির ব্যাটারিতে তখনও ৭০ শতাংশ চার্জ ছিল। নোকিয়া ৩৩১০ মোবাইল ফোনে এটা সম্ভব হলো কীভাবে- এই প্রশ্ন তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কারণ ফোনটি ড্রয়ারে রেখে দেওয়ার আগে শেষ কবে চার্জ দিয়েছিলেন তা তিনি মনে করতে পারেননি।ইয়েশায়ার কলেজের শিক্ষক ড. ইভান বেগপ এই খবর শোনার পর জানান, নোকিয়া ৩৩১০ ব্যাটারি চিরন্তন চলাফেরার মতো। বৈজ্ঞানিকভাবে এমন ঘটনা সম্ভব নয়। মনে হচ্ছে নোকিয়া ৩৩১০ ফোনের ব্যাটারি নবায়নযোগ্য শক্তির উৎস। এই ব্যাটারি যে কোনও সময় পুরো শহরটিকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে সক্ষম।

উল্লেখ্য, নোকিয়া ৩৩১০ ফোনটি তার সাফল্য এবং বিশাল প্রসারণ সত্ত্বেও হঠাৎ দীর্ঘ সময়ের জন্য বাজার থেকে অদৃশ্য হয়ে যায়।

সৌজন্যে :বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৮ অক্টোবর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.