আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দুধের পরিমাণ বাড়াতে গরুর চোখে ভিআর চশমা !

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২৯ ১৪:২৬:২৭

সিলেটভিউ ডেস্ক :: ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার এমন এমন শিল্পে ব্যবহার হচ্ছে যা অনেকেরই চিন্তার বাইরে। রাশিয়ার একটি ডেইরি ফার্মও এ প্রযুক্তির সহায়তা নিয়েছে। গরুকে খুশি রাখতে তারা গরুর চোখে ভিআর চশমা বেঁধে দিয়েছে। তাদের বিশ্বাস এতে গরুর মন মেজাজ ভালো থাকবে। এতে করে দুধের পরিমান ও গুণগত মান বাড়বে।

মস্কো অঞ্চলের এ খবর গত সোমবার এক বিবৃতিতে প্রকাশ করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। গরুর চোখে ভিআর চশমা পরিহিত ছবিও প্রকাশ করেছে তারা।

এমন খবরে বিস্ময় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি মজা করে লিখেছে, তারা পরীক্ষা করে দেখেছে এটা এপ্রিলের ১ তারিখ নয়। (কারণ ওই দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে বোকা বানানোর উৎসব পালন করা হয়)। 

সৌজন্যে :: বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৯ নভেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন