আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

এবার 'উইন্ডোজ ৭'ও ছেড়ে দিলো মাইক্রোসফট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ১৩:১৮:৩২

সিলেটভিউ ডেস্ক :: 'উইন্ডোজ এক্সপি'তো অনেক আগেই ছেড়ে দিয়েছে মাইক্রোসফট।  এবার ছাড়লো 'উইন্ডোজ ৭'ও। 

গত ১৪ জানুয়ারি থেকে ‘উইন্ডোজ ৭’ অপারেটিং সিস্টেমে নিজেদের সব ধরনের কারিগরি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে মাইক্রোসফট। এর ফলে ডিভাইসে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ মিললেও নিরাপত্তা আপডেট পাওয়া যাবে না।

অর্থাৎ সাইবার হামলা বা অন্য কোনো কারণে কারিগরি ত্রুটি দেখা দিলেও মাইক্রোসফটের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যাবে না। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

প্রায় ১০ বছর আগে বাজারে আসা উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমটি ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে এক-চতুর্থাংশ উইন্ডোজ ডিভাইসেই দেখা মিলে সংস্করণটির। আর তাই গত বছরের মার্চে উইন্ডোজ ৭ থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়ে ব্যবহারকারীদের সতর্কও করেছিল মাইক্রোসফট।

সৌজন্যে : ইন্টারনেট

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন