আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ১৭:২১:১৯

সিলেটভিউ ডেস্ক :: সবচেয়ে কম দামে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে চলছে ওয়াইফাই ধাবা নামের এক টেলিকম প্রতিষ্ঠান। তিন বছর আগে কাজ শুরু করলেও নানা সমস্যা আর আগায়নি ধাবা।

সে সব সমস্যা ঠিকঠাক করেই নতুন করে পরিসেবা দিতে যাচ্ছে। শুরুতেই ১ টাকায় পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট ডেটা।

প্রাথমিক ভাবে ভারতের বেঙ্গালুরে এই সেবা পাওয়া যাবে।

ওয়াইফাই ধাবার এক মুখপাত্র জানিয়েছে, থার্ড পার্টি হার্ডওয়্যার, সফ্টওয়্যার বা কাঠামোর উপরে নির্ভর না করে নিজস্ব হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং নেটওয়ার্কিং তৈরি করা হয়েছে ফলে খরচ অনেকটাই কমেছে। এছাড়া নতুন ডেটা ট্রান্সমিটিং-এ সুপারনোড প্রযুক্তি ব্যবহার করে রাউটারের মাধ্যমে সুপারনোডের ট্রান্সমিট সম্পূর্ণ করা হবে।

ওয়াইফাই ধাবার সিইও করম লক্ষণ সংবাদমাধ্যমকে বলেন, আমাদের লক্ষ্য হল কম খরচে ইন্টারনেট পরিসেবা দেওয়া। এর আগে তিন বছর আগেও এই প্রকল্প শুরু করি, তখন বুঝতে পারি যে মূল সমস্যাটি কানেকশন এবং দামের। এবারে ফাইবার প্রযুক্তি ব্যবহার করে কানেকশন কিনে আইএসপি হিসাবে কাজ করেছি। এতে পুরনো সমস্যা গুলো আর হবে না।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন