আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করেছে ফেসবুক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২০ ০৯:৩৬:২২

সিলেটভিউ ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আভায নামের একটি সংগঠনের সমীক্ষা রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে মানুষ ৩.৮ বিলিয়ন বার ফেসবুকে স্বাস্থ্য বিষয়ক ভুল তথ্য পেয়েছে এবং এটি চরম মাত্রায় পৌঁছায় করোনাভাইরাস মহামারির সবচেয়ে সংকটজনক সময়ে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত করোনার ভ্যাকসিনকে মিথ্যা দাবি করে চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন, যখন করোনা ভাইরাসের টিকা খুঁজে পাওয়া যাবে, তখন হয়তো অনেক মানুষ এই টিকা নিতে চাইবে না।

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, করোনার বিরুদ্ধে নেওয়া তাদের পদক্ষেপগুলো এই রিপোর্টে প্রতিফলিত হয়নি।

এক বিবৃতিতে ফেসবুক বলেছে, অপপ্রচার রুখতে আভাযের এই লক্ষ্যের সঙ্গে আমরাও একমত। কিন্তু গত এপ্রিল হতে জুন পর্যন্ত আমরা করোনার ব্যাপারে ভুল তথ্য সম্বলিত ৯৮ মিলিয়ন পোস্টের বিরুদ্ধে সতর্কবার্ত দিয়েছি এবং ৭ মিলিয়ন পোস্ট সরিয়ে নিয়েছি।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন