আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ব্রিটেন-জার্মানি-ভারতের গণমাধ্যমকেও অর্থ দেবে ফেসবুক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২৬ ১৪:২২:৪৯

সিলেটভিউ ডেস্ক :: ফেসবুকের 'নিউজ' ট্যাব যুক্তরাষ্ট্রের বাইরেও সম্প্রসারিত হচ্ছে। একাধিক দেশের সংবাদ প্রকাশকদের অর্থ দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুক নিউজের (Facebook News) মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হবে। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে ফেসবুক।

গত বছর যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ফিচারটি চালু হয়। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ব্রিটেন, জার্মানি, ভারত, ব্রাজিলেও এটি চালু হবে বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভিপি ক্যাম্পবেল ব্রাউন বলেছেন, দেশভেদে গ্রাহকদের অভ্যাস ও গ্রহণযোগ্য সংবাদের তালিকা ভিন্ন হয়। তাই আমরা প্রত্যেকটি দেশে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো গ্রাহকদের সুবিধার্থে। পাশাপাশি প্রকাশক ও বিজনেস মডেলদের সম্মানিত করবো আমরা।

সিলেটভিউ২৪ডটকম/২৬ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন