আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বিকাশ অ্যাপ দিয়ে কাটা যাবে বিমানের টিকিট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-১১ ১২:০৮:৩৬

সিলেটভিউ ডেস্ক :: সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘গো জায়ান’ হোটেল বুকিং ও বিমানের টিকিটিং সেবা।

এতে এখন থেকে বিকাশ গ্রাহকরা অ্যাপের গো জায়ান অপশনের মাধ্যমে বিমানের টিকিট কাটা ও বিভিন্ন হোটেলের বুকিং করতে পারবেন। এছাড়া যেকোনো সময় বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটা যাবে ঘরে বসেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গো জায়ানের পাশাপাশি ‘বিডিটিকেটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’-এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেয়া সম্ভব।

টিকিট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান/বাস/ট্রেন/লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে।
সব শেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোনো খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা।

সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০২০/এভিয়েশননিউজ বিডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন