আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বের কনিষ্ঠ প্রোগ্রামার শিশু কৌটিল্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-৩১ ১০:৪৯:২৮

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যের নর্দাম্পটনের কৌটিল্যর বয়স এখন সাত। গত বছরের ৬ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ যখন তাকে বিশ্বের কনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার ঘোষণা করে, তার বয়স ছিল ছয়।

এরপর বিশ্বব্যাপী হইচই ফেলে দেয় সে। কৌটিল্য শিরোনাম হয়েছে কারণ সে পেয়েছে আইবিএমের স্বীকৃতি।

প্রোগ্রামিং ভাষা পাইথন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আইবিএমের চারটি পেশাদার সার্টিফিকেট কোর্স সে সম্পন্ন করেছে। শুরুতে পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল ভাষা দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করে কৌটিল্য। তবে স্থির হয় পাইথনে।

সিলেটভিউ২৪ডটকম/ যুগান্তর/মিআচৌ-১১

শেয়ার করুন

আপনার মতামত দিন