আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

একবার চার্জ দিলেই ২৫ ঘন্টা ভিডিও দেখা যাবে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-৩০ ০০:২২:১০

সম্প্রতি চীনের জিওনি কোম্পানি শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এনে চমক দিতে যাচ্ছে। ২০০০ বা ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার নয়, ৭০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির স্মার্টফোন নিয়ে আসছে জিওনি। জানা যায়, এম2017 মডেলটিতে ৩৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের দুটি ব্যাটারি জুড়ে দেওয়া হয়েছে। জিওনি কর্তৃপক্ষের জানিয়েছে, শক্তিশালী ব্যাটারির এই ফোনটিতে একবার চার্জের পর ২৫.৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম।

5.7 ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 653 প্রসেসরে চলবে। অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালোর ফোনটির র‍্যাম ৬ জিবি। এতে রয়েছে দু’টি রিয়ার ক্যামেরা, একটি ১২ এবং অন্যটি ১৩ মেগাপিক্সেলের, যা যথাক্রমে ২এক্স এবং ৪এক্স অপটিক্যাল জুমের। সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি ক্যামেরা! আপাতত চীনের বাজারে এসেছে স্মার্টফোনটি।

শেয়ার করুন

আপনার মতামত দিন