আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিমানযাত্রীদের ডেটিংয়ের সুবিধা দেবে নতুন অ্যাপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-২০ ০০:২৫:৪৯

মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরে বিমানযাত্রার সময় যদি আপনি বিরক্ত হন তাহলে সময় কাটানোর নতুন উপায় উদ্ভাবন করেছে একটি প্রতিষ্ঠান। বিমানে দীর্ঘক্ষণ যাত্রাপথে যদি যাত্রীরা অস্বস্তিবোধ করেন তাহলে অন্য যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার জন্য ‘সিটচ্যাট’ নামে একটি অ্যাপের ব্যবস্থা করেছে কোয়ান্টাস।

এ অ্যাপটির মাধ্যমে এক যাত্রী অন্য যাত্রীর সঙ্গে বিমানে দেওয়া টাচস্ক্রিন ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। আর একেই বলা হচ্ছে ‘ইন ফ্লাইট ডেটিং অ্যাপ’।

বিমান সংস্থা কোয়ান্টাস এ সপ্তাহে উদ্বোধন করে তাদের নতুন বোয়িং ড্রিমলাইনার প্লেন। আর সে প্লেনটিতেই রয়েছে বড় জানালা, আরামদায়ক সিট, কম কার্বন নিঃসরণ ও উন্নতমানের বিনোদন সফটওয়্যার। এ সফওয়্যারের তালিকাতেই রয়েছে ‘সিটচ্যাট’ নামে অ্যাপটি।

এ অ্যাপটি দিয়ে এক যাত্রী অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে অবশ্য অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগের জন্য তার সিট নাম্বার জানার প্রয়োজন হবে। আর এ বিষয়টি প্লেনের যাত্রীদের জন্য জোগাড় করা কঠিন কোনো বিষয় নয়।

অনেকে অবশ্য আশঙ্কা করছেন, এতে প্লেনের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হতে পারে।
কারণ একাধিক ব্যক্তি যদি এখানে সঙ্গী খোঁজা কিংবা ডেটিং শুরু করে তাহলে অন্য যাত্রীদের কাছে তা মোটেই সুখপ্রদ হবে না।

সূত্র : ফক্স নিউজ।

শেয়ার করুন

আপনার মতামত দিন