আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আমাকে 'বুড়ো' বললেও, তাকে 'বেঁটে এবং মোটা' বলব না: ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৩ ০০:৫৩:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প তার এশিয়া সফর নিয়ে বেশ কিছু টুইট করে বিরোধীদের সমালোচনা করেছেন। তিনি বলেন, আমেরিকা-রাশিয়ার সম্পর্ক নিয়ে তার নিন্দুকেরা এবং মুর্খেরা রাজনীতি করছে।

তার পাশাপাশি তিনি এও বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে তিনি 'বেঁটে এবং মোটা' বলতে চান না।

হানোই থেকে ট্রাম্প টুইট করে জানান, কিম জং তাকে বুড়ো বলে অপমান করেছেন কিন্তু ট্রাম্প তাকে কখনোই বেঁটে এবং মোটা বলবেন না। যদিও কিমকে এভাবেই ঘুরিয়ে প্রত্যুত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এও জানান, যে তিনি কিমের বন্ধু হওয়ার বহু চেষ্টা করেছেন, সম্ভবত কোনও একদিন হয়তো সেই অসাধ্য সাধন হবে।

ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক, পিয়ংইয়ং-এর পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে চীনের পদক্ষেপ এবং উত্তর কোরিয়ার প্রশাসক কিম কে নিয়ে ব্যাঙ্গাত্মক টুইট করেন।

ট্রাম্প বলেন, সর্বদা রাজনীতি করা দেশের পক্ষে হিতকর নয়। তিনি উত্তর কোরিয়া, সিরিয়া, ইউক্রেন, সন্ত্রাসবাদ এই বিষয়গুলোতে সমাধান চান, যাতে রাশিয়ার মতো দেশ সাহায্য করতে পারে। আর এই বক্তব্য রাখার পাশাপাশি তিনি কিমের উদ্দেশ্যে জানান, কিম জং উন তাকে বুড়ো বলে অপমান করেছেন কিন্তু তিনি কখনোই কিমকে বেঁটে এবং মোটা বলবেন না।

শেয়ার করুন

আপনার মতামত দিন