আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নতুন দল গড়ে পাকিস্তানে ফিরছেন পারভেজ মোশারফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৩ ০১:০৪:০৭

পাকিস্তানে ফিরছেন পারভেজ মোশারফ। দুবাই থেকে ভিডিও কনফারেন্স করে পাকিস্তানে ফেরার কথা ঘোষণা করেন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট।

একই সঙ্গে নিজের নতুন দল পাকিস্তান আওয়ামি ইত্তেহাদের নামও ঘোষণা করেছেন তিনি। 

জানা গেছে, পাকিস্তান আওয়ামি ইত্তেহাদ দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে ইকবাল দারকে।   তার এই নতুন দলে যোগ দেওয়ার জন্য মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট এবং পাকিস্তান সরজমিন পার্টিকে আহ্বান জানিয়েছেন।   তার এই জোটে সব দলের নেতারাই একটি রাজনৈতিক দলের প্রতীকে লড়বেন বলে জানিয়েছেন মোশারফ। তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকেও তার জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই রাষ্ট্র প্রধান। 

উল্লেখ্য, গত বছরের মার্চে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রালয় পারভেজ মোশারফকে পাকিস্তান ছাড়ার নির্দেশিকা জারির পর থেকে দুবাইয়ে ছিলেন মোশারফ। সাংবাদিক বৈঠক করে দেশে ফেরার কথা ঘোষণা করলেও ঠিক কবে তিনি পাকিস্তানে ফিরবেন তা সুনির্দিষ্ট করে জানাননি। 

শেয়ার করুন

আপনার মতামত দিন