আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভারতে ঘুষের মামলায় বিতর্কে প্রধান বিচারপতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৫ ১১:০৬:০৫

সিলেটভিউ ডেস্ক :: ভারতে শীর্ষস্থানীয় আইনজীবীদের অনেকে বলছেন, একজন সাবেক বিচারপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলাকে কেন্দ্র করে দেশের বিচারবিভাগ এক গভীর সঙ্কটে পড়েছে। অভিযোগ উঠেছে, ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এই মামলায় তার ক্ষমতার ‘চূড়ান্ত অপব্যবহার’ করেছেন।
 
তবে বিচারবিভাগে দুর্নীতির দিকে ইঙ্গিত করে ভারতের দুই সিনিয়র আইনজীবী, কামিনী জয়সওয়াল ও প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে যে আবেদন করেছিলেন, সেটি খারিজ করে দিয়ে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের তীব্র ভর্ত্সনা করেছে। কিন্তু তারপরও এই বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এই মামলাটি আসলে ভারতে বে-আইনিভাবে মেডিক্যাল কলেজের রেজিস্ট্রেশন পাইয়ে দেয়ার অভিযোগকে ঘিরে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যার তদন্ত করছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে মূল অভিযোগটা হল, তিনি এই আবেদনের শুনানিতে অবাঞ্ছিতভাবে হস্তক্ষেপ করেছেন এবং এটা নিশ্চিত করেছেন যে কেবলমাত্র তার পছন্দের বিচারপতিরাই যাতে বিচারবিভাগের দুর্নীতি সংক্রান্ত এই স্পর্শকাতর মামলাটা শুনতে পারেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৭/ ডেস্ক/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন