আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

'স্যান্ডউইচের' জন্য দেহ বিক্রি করছেন গ্রিসের তরুণীরা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৬ ০০:৪৮:১১

সম্প্রতি চীনসহ বিশ্বের কয়েকটি দেশে শুধু আইফোনের জন্য দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে উঠতি বয়সী তরুণীরা।  এরই ধারাবাহকিতায় এবার স্যান্ডউইচের জন্য দেহ বিক্রি করছেন গ্রিসের তরুণীরা! ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের রাষ্ট্র গ্রিস গত কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে৷ বছরের পর বছর অর্থনৈতিক সংকটে ডুবে থাকার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে গ্রিসের তরুণীদের এমন কর্মে তা দৃশ্যমান হয়ে উঠেছে।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, খিদে মেটাতে প্রায় ১৭ হাজার তরুণী দেহ ব্যবসা শুরু করেছে৷ যদিও পূর্ব ইউরোপে দেহ ব্যবসায় প্রথম অবস্থানে আছে গ্রিস৷ গ্রিসের জনজীবন নিয়ে তিন বছর সমীক্ষা চালানো অ্যাথেন্স-এর পেন্টিয়ন ইউনিভার্সিটির অধ্যাপক লাক্সসের ভাযায়, কোন কোন নারী একটু চিজ বা একটা স্যান্ডউইচের জন্য দেহ বিক্রি করতে রাজি হয়ে যাচ্ছে৷ কারণ তারা ক্ষুধিত৷ তাদের খাবার চাই৷ কেউ কেউ আবার বিল মেটানো, কর দেওয়া, জরুরি চাহিদা বা ওষুধ কেনার জন্যও এই পথে পা বাড়াচ্ছে৷ লাক্সসের সমীক্ষায় দেখা গেছে, আর্থিক সংকট তীব্র হওয়ার পর ৪০০-র বেশি নারী যৌনবৃত্তি শুরু করেছে৷ ন্যূনতম অর্থের বিনিময়েই বিছানায় যাচ্ছে তরুণীরা৷ জানা যায়, শুধু এক বেলা খাবারের জন্যই ১৭ থেকে ২০ বয়সী ১৭ হাজার তরুণী গ্রিসের রাতে পথে ঘুরে বেড়াচ্ছে!

শেয়ার করুন

আপনার মতামত দিন