আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

রোহিঙ্গাদের জোর করে ফেরানো উচিৎ হবে না : জাতিসংঘ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৭ ১২:৫২:১৮

কোনো রোহিঙ্গাকে জোর করে ফেরত পাঠানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল স্টিফেন ডুজারিক। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে একথা বলেন তিনি।

স্টিফেন বলেন, রোহিঙ্গাদের জোর করে নিজ ভূমিতে পাঠানো ঠিক হবে না। মিয়ানমার তাদের জন্য নিারপদ না হওয়া পর্যন্ত নিরাপত্তাও দেয়া উচিৎ বলে আমি মনে করি।

উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত ১০লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের সেনাদের অত্যাচারের মুখে পালিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে তারা এখানেই আশ্রয় নিয়ে ক্যাম্পে বসবাস করছে।

সিলটভিউ২৪ডটকম/০৭ডিসেম্বর২০১৭/ডেস্ক/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন