আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

দুর্ঘটনা তদন্তে নেপালে ৬ সদস্যের কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ১২:৪০:২৪

সিলেটভিউ ডেস্ক :: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ জানতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে নেপালের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১২ মার্চ) রাতে দেশটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হওয়া মন্ত্রীদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক মহাপরিচালক যজ্ঞ প্রসাদ গৌতমের নেতৃত্বে এ কমিটি কাজ করবে। মঙ্গলবার (১৩ মার্চ)  সকাল থেকে কমিটি কাজ শুরু করেছে।

লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদীকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বুদ্ধি সাগর লামচেহাকে প্যানেলের সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩মার্চ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন