Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রীর বাসভবনকে 'বিশ্ববিদ্যালয়' করতে চান ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২১ ১৯:২৪:৫২

সিলেটভিউ ডেস্ক :: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেব শপথ নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণে সরকারি খরচ কাটছাঁটের উপর গুরুত্ব দিলেন ইমরান খান।

ইমরান বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ পরিচারকের দরকার নেই। তার মতে, দু'জনই কাজ চালানোর পক্ষে যথেষ্ট। প্রধানমন্ত্রীর জন্য ৮০টি অ্যাসাইন্ড গাড়ি থাকে। সেটাও কমিয়ে দু'টাই নামিয়ে আনার কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান।

সরকারি খরচ কমিয়ে আনার প্রসঙ্গেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার ইচ্ছে আমার রয়েছে। ক্ষমতায় এসে এখনও কেন ব্রিটিশ শাসনকালের মতোই দেশ চলবে, তা নিয়েও প্রশ্ন তোলেন ইমরান।

তিনি আরও বলেন, 'আমরা তখন ব্রিটিশের দাসত্ব করেছি। এখন তো স্বাধীন। তবুও কেন একই আদব-কায়দা চালিয়ে যাব?'


সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৮/ডেস্ক এলএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.