Sylhet View 24 PRINT

লন্ডনে বিবিসি অফিসের বাইরে বোমা আতঙ্ক, রাস্তা বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৪ ১০:৩৪:৪৪

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি’র লন্ডন অফিসের বাইরে একটি কমলা রঙের ভ্যানকে ঘিরে বোমা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশেপাশের রাস্তা বন্ধ করে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বম্ব স্কোয়াডের সদস্যরা।

স্থানীয় সময় দুপুরে পোর্টল্যান্ড প্লেসে বিবিসি অফিসের বাইরে পুলিশের একটি রোবটকে দেখা যায় ওই সন্দেহজনক ভ্যানের পেছনে বিস্ফোরক স্থাপন করতে। পুলিশ অফিসারদেরকে হেলমেট এবং ভেস্ট পরে ঘটনাস্থলে তৎপর দেখা যায়। জানা গেছে, নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়েছে।

এদিকে, বিবিসির ভবনটি এখন পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে কর্মীরা যেমন বাইরে বের হতে পারছেন না, তেমনি বাইরে থাকা কর্মীরা ভেতরেও প্রবেশ করতে পারছেন না।

সিলেটভিউ২৪ডটকম/০৪ সেপ্টম্বর ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.