Sylhet View 24 PRINT

ওমরাহ শেষে বিমানেই মারা গেল চার বছরের শিশু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৬ ০০:৫৯:৪১

সৌদি আরব থেকে ওমরাহ করে পরিবারের সঙ্গে ফেরার পথে বিমানেই মারা গেছে চার বছর বয়সী এক ভারতীয় শিশু। সোমবার ওমান এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।

সৌদি থেকে ওমানের রাজধানী মাসকট হয়ে ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা প্রদেশের কালিকুটের উদ্দেশে উড্ডয়ন করেছিল ওমান এয়ারওয়েজের ওই বিমান। এ ঘটনার পর বিমানটি আবু ধাবিতে জরুরি অবতরণ করে।

সূত্র জানায়, ইয়াহিয়া পুথিয়াপুরাইল নামের ওই শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল। বিমানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় সে।

আমিরাতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা বলেন, শিশুটির মৃত্যুর খবর দূতাবাসে পৌঁছায় দুপুরের দিকে। মরদেহ দেশে আনতে ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে আমরা শিশুটির পাসপোর্ট বাতিল করে অনাপত্তিপত্র দিয়েছি। মঙ্গলবার সকালের দিকে অপর একটি ফ্লাইটে কেরালায় পৌঁছায় তার মরদেহ।

শিশুটির আত্মীয় এমপি সিরাজ বলেন, ইয়াহিয়ার মরদেহ মঙ্গলবার সকালের দিকে কান্নুরে পৌঁছায়। পরে দুপুরের দিকে তাকে দাফন করা হয়। তার জন্ম থেকেই শারীরিক সমস্যা ছিল, কথা বলতে পারতো না; কিন্তু সবসময় হাসত।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.