আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

ক্রাইস্টচার্চ হামলা নিয়ে যা বললেন ওবামা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১২:০৩:৩৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে স্মরণকালের ভয়াবহ বন্দুক হামলায় ঝড়ে গেছে ৪৯ প্রাণ। আহত হয়ে চিকিৎসাধীন আরও অন্তত ৪৮জন। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দুনিয়া।

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মর্মাহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ৪৪তম এই প্রেসিডেন্ট লিখেন, ‘নিউজিল্যান্ডের সব মানুষের জন্য সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা সর্বদা।’

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৪৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


সিলেটভিউ ২৪ডটকম/১৬মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃযুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন