Sylhet View 24 PRINT

নিহতদের স্মরণ করছে নিউজিল্যান্ডবাসী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১২:৩৯:৪৫

সিলেটভিউ ডেস্ক ::  ফুলেল শ্রদ্ধায় নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করছেন ক্রাইস্টচার্চবাসী। এ ঘটনায় দেশটির অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এদিকে হামলায় প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে ২০ দিনের রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত।

সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও থমকে আছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধায় যেন চলছে আতঙ্কের জাল ছেঁড়ার চেষ্টা। শনিবার ক্রাইস্টচার্চ পার্কে জড়ো হন শতশত মানুষ।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। বলেন, হামলাকারী বৈধ অস্ত্র বহন করায় গুলি কিনতে সমস্যার মুখে পড়েনি। নিউজিল্যান্ডের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

জাসিন্দা আরডার্ন পরে দেশটির মুসলিম নেতাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

হামলায় প্রধান অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে আদালতে হাজির করা হয়েছে। পরে তাকে ২০ দিনের রিমান্ডে দেন আদালত। ট্যারেন্টের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সিলেটভিউ ২৪ডটকম/১৬ মার্চ ২০১৯/এমইচআর

সৌজন্যেঃ সময় টিভি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.