আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

গাজার ১০০ স্থানে ইসরাইলের বোমা হামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১৪:১১:৫১

জঙ্গিবিমান থেকে তেল আবিবে হামলা চালিয়েছে গাজা। এমন অভিযোগ এনে গাজার প্রায় ১০০ স্থানে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ হামলার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।

তবে সম্প্রতি এমন ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল।

গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।


সিলেটভিউ ২৪ডটকম/১৬মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃযুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন