আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আহত ১০ জনের অবস্থা গুরুতর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ১৩:১৬:৪৯

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ৩২ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ মার্চ) হামলার ঘটনার সবশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য দফতর জানায়, আহত সবাই ক্রাইস্টচার্চের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ও তার বাবাকে অকল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রাইস্টচার্চে হামলার ভিডিও শেয়ারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা ভিডিও ছড়ানোর দায়ে দশ হাজার ডলার জরিমানার পাশাপাশি ১৪ বছর কারাদণ্ড দেয়ার কথা জানান দেশটির প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস। একইসঙ্গে শুক্রবারের হামলার ভিডিওটি শেয়ারকারীদের নাম ও তথ্য দিতেও ফেসবুক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।
সিলেটভিউ ২৪ডটকম/১৯ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

শেয়ার করুন

আপনার মতামত দিন