Sylhet View 24 PRINT

গুগলকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ২১:০৬:৩১

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’কে ১৪ হাজার ৪০০ কোটি টাকা (১.৬৮ বিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্যাসেলসে এক সংবাদ সম্মেলনে এ জরিমানার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনার মার্গারেট ভেস্টাজার।
এর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০ হাজার কোটি টাকা ও ২০১৭ সালে প্রায় ৩০ হাজার কোটি টাকা জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন।

ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পতিযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে অনৈতিকভাবে পেছনে রাখার অভিযোগে গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’কে এ জরিমানা করা হয়েছে।

জরিমানার অংশ নির্ধারণে ২০১৮ সালে গুগলের মোট লেনদেনের ১ দশমিক ২৯ ভাগ ধার্য করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিট ৭ বিলিয়ন ডলার।


সিলেটভিউ ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.