Sylhet View 24 PRINT

আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারি না: সুব্রামনিয়ান স্বামী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৩:৪৯:১৪

ভারতের আসন্ন ১৭তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দল বিজেপির অধিকাংশ নেতাই নিজেদের নামের আগে ‘চৌকিদার’ জুড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের ওই নাম নিয়েই চলছে প্রচার-প্রচারণা। তবে এই নামের বিরোধিতা করলেন মোদির দলের সাংসদ সুব্রামনিয়ান স্বামী।

রবিবার এক তামিল টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রামনিয়ান স্বামী বলেন, ‘টুইটারে নিজের নাম বদল করিনি। কারণ আমি চৌকিদার হতে পারি না। আমি ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণ চৌকিদার হতে পারে না। আমি নির্দেশ দেব। সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে একজন চৌকিদার। কেউ কোনও চৌকিদার নিয়োগ করলে সে এটাই আশা করবে।’
নিজের নামের আগে ‘চৌকিদার’ যোগ করার আগের দিন প্রধানমন্ত্রী টুইটারে মন্তব্য করেন, যারা দুর্নীতির সঙ্গে লড়াই করছে, সামজিক অন্যায়ের সঙ্গে লড়াই করছে তারা সবাই চৌকিদার। আপনাদের চৌকিদার শক্ত হাতে দেশের সেবা করে চলেছে। এখন দেশের মানুষের একটাই বক্তব্য, আমিও চৌকিদার।

সোশ্যাল মিডিয়ায় নিজের নামের আগে প্রধানমন্ত্রী ‘চৌকিদার’ শব্দ যোগ করার পরই বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলিও তাঁদের নামের আগে চৌকিদার যোগ করেছেন। শুধু তাই নয় পশ্চিমবঙ্গে তাদের প্রার্থীদের নামের আগেও চৌকিদার জুড়ে দিচ্ছে বিজেপি। সূত্র: জি নিউজ
সিলেটভিউ ২৪ডটকম/২৫  মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.