আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আফ্রিকায় গুলিতে নিহত ১৩৪ মুসলিম আদিবাসী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৫:৩০:৪৬

সিলেটভিউ ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে দুটি গ্রামে ২২ মার্চ শনিবার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৩৪ জন মুসলিম আদিবাসী নিহত হয়েছেন। নিহতরা ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মানুষ।

স্থানীয় একজন মেয়র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন ওই মেয়র।

ব্যাংকার্স শহরের মেয়র মৌলাই গুইন্ডো বলেন, ঐতিহ্যবাহী ডগন শিকারীদের পোশাক পরে ভোরে বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন।

বন্দুকধারীদের প্রধান লক্ষ্য ছিল ফুলানি সম্প্রদায়ের মানুষ। এ সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পশু পালন।
মালিতে এমন সময়ে ফুলানি সম্প্রদায়ের মানুষের ওপর এ হামলার ঘটনা ঘটলো যখন ক্রমবর্ধমান জাতিগত বিদ্বেষের সমাধানে দেশটিতে অবস্থান করছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা।


সিলেটভিউ ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন