Sylhet View 24 PRINT

ককপিটে ধোয়া, বিমানের জরুরি অবতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৫:৫১:২২

সিলেটভিউ ডেস্ক :: ককপিট থেকে ধোয়া বের হওয়ায় ফ্রান্স নিয়ন্ত্রিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবতরণ করেছে অস্ট্রেলিয়ার ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯০০ মডেলের একটি বিমান। সোমবার বিমানটি নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নওমিয়ার লা টনটোটা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের এ এয়ারক্রাফটি ২৫৬ জন যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের নিরাপদেই বিমানটি থেকে নামানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেসময় বিমানটির ককপিট থেকে ধোয়া বের হতে দেখেছেন বলেও জানিয়েছেন তারা। ধোয়া বের হবার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এ ব্যাপারে স্থানীয় এক রেডিও স্টেশন জানিয়েছে, এতে বিমানে থাকা কোনো যাত্রী আহত হননি। আপাতত রাতটা যাত্রীরা মেলবোর্ন থেকে দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত নওমিয়া শহরেই কাটাবে।


সিলেটভিউ ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.