আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

অবৈধ অভিবাসী ঠেকাতে দেয়াল নির্মাণে কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ১৩:৩৭:৫৭

অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ জন্য প্রয়োজন বিপুল অর্থের।

১৮ ফুট উঁচু ৫৭ মাইল দেয়াল নির্মাণের জন্য এবার সেই অর্থের কিছুটা জোগান পেলেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত দেয়াল নির্মাণে বিপুল অর্থ জোগানে এগিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

এ বিষয়ে পেন্টাগন থেকে বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান বলেন, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অংশ হিসেবে এক কোটি ডলার অনুমোদন দিয়েছে পেন্টাগন।

গতকাল (সোমবার) এই অর্থ অনুমোদনের বিষয়টি জানান তিনি।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু তার এ সিদ্ধান্তে নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বিরোধিতা রয়েছে।

প্রথম দিকে দেয়াল কতটা বাস্তবসম্মত আর এটি কত মাইল বিস্তৃত হবে এবং কতটা উঁচু হবে সে প্রশ্ন করা হতে থাকে।

ট্রাম্প চান এই দেয়াল হবে ‘দুর্ভেদ্য, দৃশ্যমান, উঁচু, শক্তিশালী, সুন্দর ও দক্ষিণ সীমান্তপ্রাচীর’।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার এ সীমান্ত প্রায় এক হাজার ৯০০ মাইল। দীর্ঘ এই সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ৬৫০ মাইল জায়গায় ছাড়া অবস্থায় বেড়া দেয়া আছে।

ক্ষমতাগ্রহণের পর ট্রাম্প বলেছিলেন, এক হাজার মাইলজুড়ে হবে এ দেয়াল। আর বাকিটা প্রাকৃতিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নিরাপদ থাকবে।

দেয়ালের উচ্চতা ৩০ ফুট থেকে ৫৫ ফুট হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের হিসাবে এই দেয়াল তৈরিতে ব্যয় হবে এক হাজার কোটি থেকে এক হাজার ২০০ কোটি ডলার।

তবে ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা যায়, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী দেয়াল করতে গেলে খরচ গিয়ে পৌঁছাবে দুই হাজার ৫০০ কোটি ডলারে।

এত বিপুল অর্থের জোগান কীভাবে আসবে, আর দেয়াল নির্মাণে এত অর্থ ব্যয় বিষয়ে প্রশ্ন তোলা হয় ট্রাম্প সরকারের বিরুদ্ধে।

দেয়াল নির্মাণ বিষয়ে নেতিবাচক মন্তব্য ও প্রশ্ন এসেছে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞদের থেকেও।

তাদের মতে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে দূরত্বই সৃষ্টি করবে না, দূরত্ব তৈরি হবে প্রাণিজগতেও।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অঞ্চল পশুপাখির জন্য এক অবাধ বিচরণ ক্ষেত্র জানিয়ে তারা জানান, উত্তর আমেরিকার বিপন্ন জাগুয়ার, কালো ভালুকদের মতো বহু প্রাণী এ দেয়াল নির্মাণে তারা বাধাগ্রস্ত হবে। হয়তো পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে এই প্রাণীগুলো।

তবু দেয়াল নির্মাণে অনড় প্রেসিডেন্ট ট্রাম্প। দেয়াল নির্মাণ করার পরিকল্পনা এগিয়ে নিতে জরুরি ক্ষমতা ব্যবহার করছেন তিনি।

এ বিশেষ ক্ষমতার অধীনে দেশটির দেয়াল প্রতিরক্ষা দফতরকে নির্মাণ করতে বলা হয়েছে
সিলেটভিউ ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন