আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এভারেস্ট চূড়া থেকে বেরিয়ে আসছে পুরোনো অনেক লাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৭ ০০:৪৬:৩৪

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের বরফ গলে যাচ্ছে। বরফের পরিমাণ কমে যাওয়াটা খালি চোখেই ধরা পড়ছে। কেননা বেরিয়ে আসছে পর্বতারোহীদের লাশ। বিভিন্ন সময় এসব পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ হারান।

এভারেস্ট আরোহণকালে বরফ ধসে বা প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে কিংবা উচ্চতাজনিত কারণে অসুস্থ হয়ে অনেকেই নিখোঁজ হয়ে যান। এখন মিলতে শুরু করেছে তাঁদের মরদেহ।

প্রায় পাঁচ হাজার মানুষ সফলভাবে এভারেস্ট পর্বতারোহণ সম্পন্ন করেছেন। অন্যদিকে এই সাহসী অভিযাত্রায় এ পর্যন্ত ৩০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হয়ে থাকে। আরোহণকালে প্রাণ হারানো অনেকের মরদেহ দীর্ঘ দিন ধরে বরফের নিচে চাপা পড়ে থাকে।

তবে জলবায়ু পরিবর্তনের ধারায় এখন বরফ গলছে আর এর ফলে বেরিয়ে আসছে অনেকের মরদেহ। সম্প্রতি বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গত বছর একদল গবেষক জানায়, ইদানিং এভারেস্টের গা থেকে স্বাভাবিকের চেয়ে বেশি হারে বরফ গলছে। চার বছর ধরে চালানো ওই গবেষণায় দেখা যায়, বরফ গলে এভারেস্টের জলাধারের আকার দিন দিন বড় হয়ে যাচ্ছে।

বেশিরভাগ মরদেহ মিলছে নেপালের খুম্বু তুষারধারা এলাকায়। এই জায়গাটিকে সবচেয়ে বিপদজনক বিবেচনা করা হয়। এখানে বড় বড় বরফখণ্ড হঠাৎ হঠাৎ নিচে পড়ে যায়। ২০১৫ সালে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, ২০১৪ সালে একই সময়ে এখানে বরফের নিচে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

নিহতদের এসব মরদেহ সরানোর কাজে ব্যয়ভার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নেপালের আইনেও এ নিয়ে কোনো দিক নির্দেশনা নেই।

অ্যালান আর্নেট নামক এক পর্বতারোহী বিবিসিকে বলেন, বেশিরভাগ পর্বতারোহী চান যদি এখানে মৃত্যু হয় তবে যেন তাদের মরদেহ এখানেই বরফের মধ্যে থাকে।

শেয়ার করুন

আপনার মতামত দিন