আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

‘ভোটে জিততেই কাশ্মীরে হামলা করিয়েছেন মোদি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৩:২৪:২০

গত ১১ এপ্রিল ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের মধ্যেই কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা ও মিজোরামের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি।

আজিজ কুরেশি বলেন, পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপরে হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য লোকসভা নির্বাচনে ফের জেতা।

তিনি আরও প্রশ্ন তোলেন, কীভাবে একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনভয়ে ঢুকে গেল। প্রধানমন্ত্রী যদি মনে করেন ৪০ জওয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি ফের ক্ষমতায় আসবেন তাহলে তাকে কড়া জবাব দেবে দেশের মানুষ।

এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। পুলওয়ামা হামলাকে তিনি মোদি ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ফিক্সিং বলে উল্লেখ করেছিলেন।

এছাড়াও কয়েকদিন আগে সপা নেতা রাম গোপাল যাদব মন্তব্য করেন ভোটের স্বার্থে ৪০ জন সেনাকে হত্যা করা হয়েছে। গোটা ব্যাপারটাই একটা ষড়যন্ত্র।

সূত্র: জিনিউজ
সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এমইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন