Sylhet View 24 PRINT

‘ভোটের পর মোদিকে ফের চা-পাকোড়া বেচতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৪:৫৬:৫৫


সিলেটভিউ ডেস্ক :: লোকসভা নির্বাচনের পর সব বিরোধী দল মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতাড়িত করবে। ওই সময় তাকে ফের চায়ের দোকান খুলে চা-পাকোড়া বেচতে হবে।নির্বাচনী সভায় এমন মন্তব্য করেছেন আসামের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) নেতা বদরুদ্দিন আজমল।

আসামের চিরাগে এক নির্বাচনী সভায় আজমল বলেন, ‘সব বিরোধী দল একজোট হয়ে মোদিকে দেশ থেকে বিতাড়িত করবেন। তারপর মোদি কোনো একটা জায়গায় গিয়ে চায়ের দোকান খুলবেন এবং পাকোড়া বিক্রি করবেন।’

এর আগেও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন আজমল।তিনি আসামের ধুবড়ির সংসদ সদস্য। ১২ বছর আগে এআইইউডিএফ দল গঠন করেন তিনি।

প্রসঙ্গত এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গত ১১ এপ্রিল ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ করা হয়। ১৮ এপ্রিল দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯টি রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।

সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।

নরেন্দ্র মোদির উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছিল।ভারতে লোকসভার মোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন হয়।

সৌজন্যে: যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.